বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২১ সালে প্রযুক্তিবাজারে প্রথমবারের মতো এমআই মিক্স ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে শাওমি। বাজারে আসার পর থেকেই তা ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল। প্রথম স্মার্টফোনের সফলতাকে কেন্দ্র করে মিক্স ফোল্ড ২ স্মার্টফোন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
স্মার্টফোনটি বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোয় স্মার্টফোনটির বৈশিষ্ট্য ও বাজারজাতের সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হতো। তবে বর্তমানে বাজারজাতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
ডিজিটাল চ্যাট স্টেশনের নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মিক্স ফোল্ড ২ স্মার্টফোনটি বাজারজাত করা হতে পারে। অর্থাৎ আগামী জুনেই ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে। আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য হলে দ্বিতীয় প্রজন্মের মিক্স ফোল্ড স্মার্টফোনে ৮ দশমিক ১ ইঞ্চির টুকে রেজল্যুশনের ডিসপ্লে থাকতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিভাইসটির ভেতর ও বাইরের ডিসপ্লেতে একাধিক রিফ্রেশ রেটের ফিচার থাকবে।
প্রতিবেদনে আরো দাবি জানানো হয়, নতুন ফোল্ডেবল ডিভাইসে শাওমি এলটিপিও ডিসপ্লে প্যানেল ব্যবহার করতে পারে। অর্থাৎ ডিভাইসে স্যামসাংয়ের ডিভাইসগুলোর মতো অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটও থাকবে বলে ধারণা করা হচ্ছে। শাওমির নতুন স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
পাশাপাশি এতে উচ্চক্ষমতার ব্যাটারি, ওয়্যারলেস চার্জিংসহ ফাস্ট চার্জিং ফিচারও দেয়া হবে। মিক্স ফোল্ড ২ স্মার্টফোন ছাড়াও শাওমি মিক্স ফ্লিপ নামের আরো একটি ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্ত করতে পারে। ডিভাইসটি অনেকটা স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ সিরিজের মতো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন স্মার্টফোনটির ক্যামেরা, স্টোরেজ, সেন্সর বা ফিচার সম্পর্কিত অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।