বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে চার্জ নেওয়ার সময় কমিয়ে এনেছে চীনা মোবাইল ফোন কোম্পানি শাওমি। ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির একটি ফোনে সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র ৮ মিনিট। হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘ সময় বসে ফোনে চার্জ দেওয়ার দিন শেষ। এই চার্জারের নাম দেওয়া হয়েছে হাইপার চার্জার। যা হবে ২০০ ওয়াটের ।
সম্প্রতি এই মোবাইল কোম্পানি ১২০ ওয়াটের একটি ওয়ারলেস প্রযুক্তি সম্পন্ন চার্জার বাজারে ছেড়েছে। যার মাধ্যমে ৪০০০ হাজার মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ১৫ মিনিট।
এবার তারা আনতে যাচ্ছে ২০০ ওয়াটের চার্জার। গত বছর শাওমির Mi 10 Ultra ফোনে যুক্ত করা হয়েছিল ৮০ ওয়াটের চার্জার। এবার তারা সব কিছু ছাপিয়ে আনতে যাচ্ছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জার। এটি তারা নিজেরাই উৎপাদন করবে।
এই চার্জারের মাধ্যমে একটি ফোন ৫০ শতাংশ চার্জ হতে সময় নিবে মাত্র ৩ মিনিট এবং সম্পূর্ণ চার্জ হতে লাগবে ৮ মিনিট।
অন্যদিকে ১২৫ ওয়াটের চার্জার এনেসে অপো। এই চার্জারের মাধ্যমে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন একটি স্মার্টফোনে চার্জ হতে সময় লাগে ২০ মিনিট। রিয়েলমিও একই ক্ষমতা সম্পন্ন চার্জার এনেছে। তার মাধ্যমে চার্জ হতে একই সময় লাগছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।