শাওমি স্মার্টফোন নির্মাতা কোম্পানি হিসেবে পরিচিত হলেও আরও নানা ধরনের টেক প্রোডাক্ট তারা বাজারে বিক্রি করে থাকে। সম্প্রতি তারা টাইপ সি ডকিং স্টেশন বাজারে রিলিজ করেছে। এ স্টেশনে মোট ৫টি পোর্ট রয়েছে। PD 3.0 প্রোটোকলের সার্পোট রয়েছে।
টেক জায়ান্ট শাওমি ৬৭ ওয়াটের একটি দুদার্ন্ত ফাস্ট চার্জারও উন্মোচন করেছে। ডকিং স্টেশনটির দাম ধরা হয়েছে ১৪৯ ইউয়ান যা ডলারে হয় মাত্র ২০। ডকিং স্টেশনটির বডি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত।
শাওমির তৈরি এ ডিভাইসটি দেখতে খুবই আকর্ষণীয়। এখানে একটি লুকায়িত ওয়ার স্টোরেজের স্লট রয়েছে। পোর্টগুলির মধ্যে তিনটি ইউএসবি ৩.০ ইন্টারফেস সাপোর্ট করে। এইচডিএমআই পোর্টসহ অন্যান্য এক্সটার্নাল ডিভাইস পোর্ট এর স্লটও দেওয়া হয়েছে।
ইউএসবি পোর্ট এ ফার্স্ট চার্জিং ফিচার এর কারণে এটি দিয়ে আপনি নোটবুক এর ব্যাটারি চার্জ করতে পারবেন। ডিভাইসটির ইউএসবি পোর্ট ৪৫০ মেগাবাইট পার সেকেন্ড স্পিডে ডাটা ট্রান্সফার করতে সক্ষম।
শাওমির তৈরি এ ডকিং স্টেশন উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক অপারেটিং সিস্টেম ও লিনেক্স সিস্টেম সাপোর্ট করবে। অন্যদিকে শাওমির রিলিজ করা ৬৭ ওয়াটের চার্জারটি ডুয়েল পোর্ট বিশিষ্ট।
ওই চার্জারে ইউএসবি এ এবং ইউএসবি সি পোর্ট এর ফিচার রয়েছে। দুটি পোর্টেই ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন। তবে আপনি যদি দুইটি পোর্ট একই সময়ে ব্যবহার করেন তাহলে ৬৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা পাবেন।
এ চার্জারটি দিয়ে হুয়াওয়ে, অপো সহ যেকোন মোবাইল ফোনেই সাপোর্ট করবে। শাওমির ৬৭ ওয়াটের ডুয়েল পোর্ট বিশিষ্ট চার্জারটি মাত্র ২০ ডলার বিক্রি হচ্ছে। ভারতীয় রুপিতে এটার দাম ১৭০০ এবং টাকায় দুই হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।