অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোন ১৪ সিরিজ মার্কেটে আসার পর থেকে এটির নানা Accessories এর চাহিদা বেড়ে গিয়েছে। আইফোনকে চার্জ করার জন্য শাওমি এর তৈরি ম্যাগনেটিক ওয়ারলেস পাওয়ার ব্যাংক বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে।
শাওমি গত সপ্তাহে একটি পোর্টেবল ব্যাটারি বাজারে রিলিজ করে। ওয়ারলেস চার্জিং স্টেশন হিসেবে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। মূলত আইফোনের ১৩ এবং ১২ সিরিজের স্মার্টফোনকে টার্গেট করে শাওমি এটি বাজারে ছাড়ে।
শাওমি এর ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক এবং চার্জার ২৮ ডলারে মার্কেটে বিক্রি হচ্ছে। এর একটি ভালো ফিচার হচ্ছে কোন ক্যাবল ব্যতীত এটি কাজ করে।
৫ হাজার মেগাহার্জ এর স্মার্টফোনকে দ্রুত চার্জ দেওয়ার জন্য শাওমির এ ওয়ালেস পাওয়ার ব্যাংক দারুন কাজ করবে। সব থেকে ভাল বিষয় হচ্ছে আইফোন এর ১২ সিরিজ, ১৩ সিরিজ এবং ১৪ সিরিজের সকল স্মার্টফোনে এটি সাপোর্ট করবে।
এর আর আরেকটি চমৎকার ফিচার হচ্ছে আপনাকে অতিরিক্ত কোন বাটন প্রেস করতে হবে না। পাওয়ার ব্যাংকটি অটোমেটিক স্মার্টফোনকে শনাক্ত করতে পারে এবং সাথে সাথে চার্জ করা শুরু করে দেয়।
এর ফলে আপনার স্মার্টফোন সব সময় ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা থাকবে এবং এ নিয়ে আপনাকে কোন দুশ্চিন্তা করতে হবে না। ২ ঘন্টা ২০ মিনিটের মধ্যেই আপনি পূর্ণ চার্জ করে ফেলতে সক্ষম হবেন।
শাওমির এ ম্যাগনেটিক ওয়ারলেস পাওয়ার ব্যাংক এ টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য সার্কিট প্রোটেকশন এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে Overcharging এর জন্য আপনার স্মার্টফোনের কোন ক্ষতি হবে না। পাশাপাশি অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে যেন স্মার্টফোনটি ড্যামেজ হয়ে না যায় সে বিষয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।