আপনি যদি এমন একটি স্মার্টফোন চান যেখানে অনেক বেশি র্যাম এবং স্টোরেজ থাকবে তাহলে শাওমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছে। শাওমি কনফার্ম করেছে যে, তাদের Redmi K70 Ultra স্মার্টফোনে ২৪ জিবি র্যাম এবং এক টেরাবাইট স্টোরেজ থাকবে। Redmi K70 Ultra এ হাই-স্টোরেজ অপশন থাকার ফলে অনেক আগ্রহী ক্রেতাদের সুবিধা হবে।
শাওমির উচ্চপদস্থ অফিসার Wang Teng সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। হাই স্পিসিফিকেশন রয়েছে এ ধরনের স্মার্টফোন চাইলে Redmi K70 Ultra আপনার জন্য উপযুক্ত পছন্দ হতে পারে।
নতুন ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট থাকবে। এটি একটি বেশ শক্তিশালী প্রসেসর। মাল্টিটাস্কিং সহ যেকোনো ভারী গেম হ্যান্ডেল করতে পারবে এই নতুন চিপসেটটি। শাওমি এর স্মার্টফোনে নতুন প্রজন্মের 1.5K C8+ স্ট্রেইট ডিসপ্লে দেওয়া থাকবে।
খুবই সংকীর্ণ সাইজের বেজেল থাকার কারণে স্মার্টফোনটির ডিসপ্লে আপনার কাছে খুব আকর্ষণই মনে হবে। মাত্র 1.7 মিলিমিটারের বেজেল থাকার কারণে আপনি এটিকে প্রায় ’বেজেললেস ডিসপ্লে’ হিসেবে অবিহিত করতে পারেন। শাওমির নতুন ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইন্সটল করা থাকবে। পাশাপাশি অপটিক্যাল ইমেজ স্ট্যাবালাইজেশনের ফিচার তো থাকবেই। পেছনের ক্যামেরার জন্য আনুভূমিক ডিজাইনের স্ট্রাকচার দেখা যাবে।
আশা করা হচ্ছে আগ্রহী কাস্টোমারদের নতুন স্মার্টফোনটির জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ধারণা করা হচ্ছে ডিভাইসের জন্য একটি ইউনিক কুলিং সলিউশন ইনস্টল করা থাকবে। স্মার্টফোনটির কোন কালারের ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে এবং দাম কত তা এখনো নিশ্চিত করে বলা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।