বিনোদন ডেস্ক : একই মঞ্চে হাজির হচ্ছেন বলিউডের নারগিস ফাখরি এবং ঢালিউডের শাকিব খান। শনিবার (৪ঠা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে তারা দু’জন একসঙ্গে পারফর্ম করবেন। নিউ ইয়র্কের জ্যামাইকা শহরের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে তারকাবহুল এ অনুষ্ঠান।
এর আগে ২০১৯ সালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিএম ফিল্মস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার যাত্রা শুরুর দিনে বলিউড থেকে এসেছিলেন নারগিস ফাখরি। সেই মঞ্চে হাজির ছিলেন শাকিব খানসহ ঢাকার একঝাঁক তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।