শাকিব খানের প্রথম সন্তানের জন্ম ভারতে, দ্বিতীয় সন্তান আমেরিকায়

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্ম ভারতের কলকাতায়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে নায়িকা অপু বিশ্বাসের কোল আলোকিত করে জন্ম নেন জয়।

এই চিত্রনায়কের আরেক পুত্র শেহজাদ খান বীর জন্মগ্রহণ করেন আমেরিকায়। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী।

অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়কে সন্তানের স্বীকৃতি দেওয়ার পর আজ বুবলীর সন্তান শেহজাদ খান বীরকেও নিজের সন্তানের স্বীকৃতি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

আজ (৩০ সেপ্টেম্বর) তিনি স্বীকার করেন বুবলী ও তার একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম ‘শেহজাদ খান বীর’। সন্তানের স্বীকৃতি দিলেও বুবলীকে বিয়ে করার বিষয়ে কোনও তথ্য দেননি শাকিব খান। বুবলীও বিষয়টি এড়িয়ে গেছেন।

শাকিব খান আজ ছেলের ছবি পোস্ট করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর কাছে দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

শাকিব-বুবরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। তবে তাঁরা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে। সেই গুঞ্জন এতদিনে সত্যি হয়েছে।

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

২৭ সেপ্টেম্বর হুট করেই ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন শবনম বুবলী। সেই ছবিতে প্রকাশ্যে দেখা যায় নায়িকার বেবি বাম্প। এরপ বুবলীর মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে সবকিছু ফাঁস করেন অপু বিশ্বাস এবং বলেন ছেলে জয় শাকিব খানের সন্তান।

নানা অভিযোগ তুলে ওই বছরেরই ২২ নভেম্বর অভিনেত্রীকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। পরবর্তী তিন মাসে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো আপোস না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আইনগতভাবে কার্যকর হয়ে যায় শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ। এরপর ছেলে জয়ের সৌজন্যে বহুবারই তাদের দেখা হয়েছে, কথা হয়েছে।

অপু বিশ্বাসের ঘোষণা অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়েছিলো কিন্তু শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে সেটি গোপন রাখা হয়েছিলো। পরে শাকিব নিজেও বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু পরে আবার তারা বিবাহ বিচ্ছেদেরও ঘোষণা দিয়েছিলেন।

অপু বিশ্বাস অবশ্য যখন টিভিতে শাকিব খানের সাথে গোপন বিয়ে ও সন্তান খবর দিয়েছিলেন, তখনই তিনি তখনকার উঠতি নায়িকা বুবলির সাথে শাকিব খানের অন্তরঙ্গতার প্রসঙ্গটি তুলেছিলেন।