বিনোদন ডেস্ক : পরিচালক ইফতেখার চৌধুরী আগেই ঘোষণা দিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে শুরু করবেন ‘লন্ডন লাভ’ নামে নতুন সিনেমার শুটিং। আর এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। কিন্তু শাকিবের বিপরীতে কে নায়িকা থাকবেন তা জানানো হয়নি। ইতোমধ্যে সিনেমাটির স্ক্রিপ্টের কাজ শেষ করেছেন। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে শুরু হচ্ছে ছবির শুটিং।
ছবিটির শুটিং শুরু হওয়ার প্রস্তুতি চললেও ছবিতে নায়িকা কে থাকছেন তা এখনও জানাননি নির্মাতা। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শাকিবের সঙ্গে এই ছবিতে জুটি থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান ও বাংলাদেশি নায়িকা বিদ্য সিনহা মিম।
এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘লন্ডন লাভ’ শুধু শাকিব খানকেই চূড়ান্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও নায়িকাকে চূড়ান্ত করা হয়নি। দেশ ও দেশের বাহিরের নায়িকা থাকবে। নুসরাতের সঙ্গে কথা হয়েছে সেও থাকতে পারে। মূলত সিনেমাটির গল্প অনুযায়ী নায়িকা নির্বাচন করা হচ্ছে।
নুসরাতের বিষয়টি নিয়ে জানতে চাইলে ইফতেখার চৌধুরী সময় সংবাদকে জানান, শাকিব খানের সিনেমা নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ১০ তারিখে আমরা সিনেমাটির নায়িকা চূড়ান্ত করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।