মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘সোলজার’ নিয়ে যেমন তুমুল আগ্রহ, তেমনই উঠেছে নতুন বিতর্ক। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে—বলিউড কিং শাহরুখ খানের সুপারহিট ছবি ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে নির্মিত হচ্ছে শাকিবের এই চলচ্চিত্র।
মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ ইতোমধ্যেই দেশের সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে। নায়কের নতুন লুক, পাশাপাশি নায়িকা তানজিন তিশার প্রথম লুক প্রকাশ—সব মিলিয়ে ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে। তবে ঠিক এমন সময় নতুন একটি আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
তাদের দাবি, শাকিব খানের ‘সোলজার’ নাকি বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত ছবি ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে—বাংলাদেশে শাকিব খান যেমন ‘কিং খান’ নামে পরিচিত, ঠিক তেমনি গত তিন দশক ধরে বলিউডে শাহরুখও ‘কিং খান’ খ্যাত। এবার নাকি শাকিব সেই কিং খানের জনপ্রিয় ছবির গল্প থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন।
আনন্দবাজারের সূত্রে বলা হয়েছে, ‘জাব তাক হ্যায় জান’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা—দুই নায়িকা। মিল পাওয়া যাচ্ছে এখানেও। শাকিবের ‘সোলজার’–এ রয়েছেন দুই অভিনেত্রী—তানজিন তিশা ও ঐশী। সেই মিলকে কেন্দ্র করেই জোরালো হয়েছে কাহিনি অনুকরণের গুঞ্জন।
তবে ‘সোলজার’ নির্মাণ–সংশ্লিষ্টদের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির পক্ষে বা বিপক্ষে কিছু জানাননি। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যাচ্ছে—ছবিটি কি সত্যিই শাহরুখের ব্লকবাস্টারের মতো হবে, নাকি এটি পুরোপুরি মৌলিক গল্পেই চমক দেখাবে?
এক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের মতো।
উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



