শাকিরার অ ত্যা চারে বাসা ছাড়তে হয়েছে পিকের বাবা-মার

শাকিরার অত্যাচারে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা

শাকিরার অ ত্যা চারে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা

বিনোদন ডেস্ক : শাকিরার প্রাক্তন প্রেমিক ফুটবলের তারকা জেরার্ড পিকে। তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পিকের বার্সেলোনার বাড়ি ছাড়েননি শাকিরা।

শাকিরার অত্যাচারে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা

স্প্যানিশ এক সংবাদমাধ্যকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর ক্ষোভ তাদের ওপর ঝাড়ছেন শাকিরা। বিভিন্ন সময় তিনি উদ্ভট সব কর্মকাণ্ড করেন। কখনও কালো ম্যানিকিন (ব্যাঙ্গাত্মক পুতুল) বসানো, কখনও উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন শাকিরা। আবার কখনও বন্ধু-বান্ধবদের বাসায় এনে পার্টিতে মেতে থাকেন। তার অ ত্যা চারে অতিষ্ট সবাই। বাধ্য হয়ে আমাদেরই বাসা ছাড়তে হচ্ছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপে শাকিরা ও পিকের পরিচয়, সেটা পরিণয়ে রূপ নিতে দেরি লাগেনি। এরপর থেকে তারা একসেঙ্গ থাকতে শুরু করেন। এই তারকা জুটির সম্পর্কের অবসান ঘটে গত বছর।

Previous Article

আজ সারাদেশে ‘শান্তি সমাবেশ’ করবে আ.লীগ

Next Article

যে কারণে মেসিকে নিয়ে শঙ্কায় পিএসজি