জুমবাংরা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানকে রাজৈরবাসির পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড গোলচত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সংবর্ধনায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি শেখ সাগর আহমেদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোপা শারমিনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে জেলা নাগরিক সমাজের উদ্যোগে শাজাহান খানকে পৃথকভাবে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।