প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরের দিকে নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগীর খাবার নিয়ে সাত তলার পোল্ট্রি ফার্মে যাচ্ছিলেন। ছয় তলায় পৌঁছালে লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে লিফটি মাটিতে পড়ে। এতে লিফটে থাকা দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। তখন তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই দুই শ্রমিকের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।