অস্থিতিশীল অবস্থার অবসান ঘটিয়ে দেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি আসুক। আমরা একটা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ চাই। সৃষ্টিকর্তা যেনো প্রতিটি মানুষকে সহনশীল ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে। ময়মনসিংহে বড় দিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে এসব কথা বলেন ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি।

এর আগে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর ভাটিকাশর সাধু পেট্রিকের কাথেড্রাল গির্জায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। পরে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মালম্বীরা। আলোচনা ও বিশেষ প্রার্থনা পড়ান ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে থেকেই খ্রিস্টান ধর্মালম্বীরা দলে দলে গীর্জায় আসেন।
গির্জায় আসা জলি রিচিল বলেন, দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা। এই দিনে আমাদের প্রত্যাশা মানুষের মাঝে শান্তি বিরাজ করুক। ধর্ম কর্ম হোক প্রতিটি মানুষের চলার পাথেয়।
এছাড়া জেলার প্রতিটি গির্জায় একই ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। গির্জাগুলোতে রঙিন বাতিসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপসানালয় এবং বড় দিন উদযাপন অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



