জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি সংক্রান্ত দাবিগুলো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের সভায় শাপলা প্রতীক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে।
বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন এনসিপির তিন নেতা। পরে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন,
“শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, তাই তা সরাসরি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে কমিশনের সভায় বিকল্প প্রতীক নিয়ে আলোচনা হবে।”
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনী অ্যাপ চালুতে দেরি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে দলটি। এনসিপির জহিরুল ইসলাম মুসা বলেন,“প্রবাসীরা ভোট দিতে প্রস্তুত, কিন্তু অ্যাপ এখনো চালু হয়নি। ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যেই এটি চালু হবে।”
নবীন ভোটার অন্তর্ভুক্তি প্রসঙ্গে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ বলেন,“৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবে, কেবল তারাই ভোট দিতে পারবে। আমরা দাবি জানিয়েছি—নির্বাচনের দিন পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।”
এছাড়া, এনসিপি সম্প্রতি জাতীয় লীগ নামে নতুন দলের নিবন্ধন নিয়েও আপত্তি জানিয়েছে। জহিরুল ইসলাম মুসা বলেন,
“জাতীয় লীগের কোনো কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র বা মাঠপর্যায়ের কার্যক্রম নেই। এমন একটি দলকে নিবন্ধন দেওয়া প্রশ্নবিদ্ধ।”
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন,“নবীন দলগুলোর নিবন্ধন ও প্রতীক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।