দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতেই অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকে থাকা শাপলার বিকল্প হিসেবে ৭টি ভিন্ন নকশার নমুনা ইতোমধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে দলটি।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, দলটি ইসির কাছে শাপলার ৭টি বিকল্প ডিজাইনের নমুনা উপস্থাপন করেছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে একটি চিঠি পাঠায়, যেখানে শাপলা বাদে ৫০টি প্রতীকের তালিকা থেকে নিজেদের প্রতীক বেছে নিতে বলা হয়। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপি ইমেইলের মাধ্যমে জবাব দিয়ে জানায়, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণে রাজি নয়।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় এনসিপি ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ করে। পরে ৩ আগস্ট কমিশনের কাছে আরেকটি চিঠি দিয়ে শাপলাকে প্রথম পছন্দ, সাদা শাপলাকে দ্বিতীয় ও লাল শাপলাকে তৃতীয় পছন্দ হিসেবে উল্লেখ করে দলটি।
এছাড়া, শাপলাকে জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না করে ভিন্ন আকার বা স্টাইলের ‘ডিসটর্টেড ভার্সন’ গ্রহণের প্রস্তাবও দেয় এনসিপি। সেই ধারাবাহিকতায় নির্বাচনী কমিশনের সঙ্গে বৈঠকে দলটি সাতটি ভিন্ন নকশার শাপলার নমুনা উপস্থাপন করে।
২৪ সেপ্টেম্বর দলটি বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ দেওয়ার আবেদন জানায়। তবে এনসিপির দাবি, ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, এর মধ্যেই ইসি ৩০ সেপ্টেম্বর নতুন প্রতীক বাছাইয়ের নির্দেশনা পাঠিয়েছে—যা বিধিসম্মত নয়।
চিঠিতে দলটি আরও জানায়, শাপলা প্রতীক তাদের সমর্থক, কর্মী ও নেতাদের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। এনসিপির ভাষায়, “গণমানুষের ভালোবাসা উপেক্ষা করার শক্তি আমাদের নেই, তাই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ সম্ভব নয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।