জুমবাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। খবর ইউএনবি’র।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন বলে বিভাগ সূত্রে জানা গেছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ১০০ মিলি করে মোট তিনশো বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে শিক্ষার্থীরা।’
তিনি আরও বলেন, আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে এই করোনাভাইরাস সম্পর্কে স্বাস্থ্য সচেতন করা এবং সংকট মুহূর্তে আমরা দেশের মানুষের পাশে আছি সে সম্পর্কে জানান দেয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।