জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমানে’ আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধরা। তবে ওই বাড়িতে কেউ থাকতো না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ভাঙার উদ্দেশ্যে ঐতিহাসিক বায়তুল আমানের সামনে জড়ো হন।
এসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙ্গে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয়।
শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল। শামীম ওসমানের দাদা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও তৎকালীন এম.এল.এ খান সাহেব ওসমান আলী ১৯৩৯ সালে বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি ফ্যাসিবাদের আস্তানা বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।
এর আগে, দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ এ সময়ও নেতৃত্বে ছিলেন বিএনপির ওই দুই নেতা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।