যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ওই ছাত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেটি তদন্তের পর বৃহস্পতিবার রাতে শার্শা থানায় মামলাটি রেকর্ড হয়েছে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের শাহাজান কবিরের ছেলে মোনায়েম হোসেন মুন্না একই গ্রামের কলেজ পড়ুয়া এক ছাত্রীকে কয়েক মাস আগে বাগআঁচড়া কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তাদের দু’জনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে কলেজছাত্র মুন্না বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে আসছে। পরে ওই ছাত্রী মুন্নাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন মুন্না। পরে নিজেই বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই কলেজছাত্রীর মা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে মুন্না একাধিকবার ধর্ষণ করেছে। এখন বিয়ে করতে চায় না। তাই আমরা থানায় মামলা করেছি। এদিকে, বুধবার (১৮ ডিসেম্বর) কলেজছাত্রী বিয়ের দাবিতে ছেলে মুন্নার বাড়িতে এসে হাজির হন। সারা রাত মুন্নার বাড়ির সামনে অবস্থান করেন। পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে শার্শা থানা পুলিশ মুন্নার বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।