জুমবাংলা ডেস্ক : কুমিল্লার বরুড়ায় শাশুড়ির ছুড়ে মারা গরম ডালে ঝলসে গেছে জরিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মুখ। শনিবার (৭ এপ্রিল) শবেকদরের সন্ধ্যায় গরম ডাল ছুড়ে মারার ঘটনা ঘটে।
রোববার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনায় জরিনার স্বামী সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জরিনার শাশুড়ি সাফিয়া বেগম (৫৫) পলাতক রয়েছেন।
জানা যায়, চিৎকার শুনে স্থানীয়রা জরিনাকে উদ্ধার করে চাঁদপুর জেলা কচুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদী জরিনার চাচা মো. আবদুল কাদের বলেন, ঈদের বাজার করা এবং যৌতুকের দাবিতে বিভিন্ন সময় জরিনার সঙ্গে ঝগড়া করে আসছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ওই দিন টাকা আনতে পারবে না বলায় মারধর করে, পরে এ ঘটনা ঘটে।
বরুড়া থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় একটি মামলা হলে স্বামীকে গ্রেপ্তার করা হয়। শাশুড়ি সাফিয়া বেগম পলাতক। তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।