আন্তর্জাতিক ডেস্ক : কোনো ব্যক্তি ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে বুলডোজার দিয়ে তার ঘরবাড়ি ভেঙে ফেলা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একাধিক রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। খবর বিবিসির।
দেশটির সুপ্রিম কোর্ট বলেন, নির্বাহী [সরকার] বিচারক হতে পারে না এবং সম্পত্তি গুঁড়িয়ে দিতে পারে না।
বাংলাদেশ থেকে পাচারকৃত টাকার খোঁজে ভারতের ১৭ স্থানে অভিযান
ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে অপরাধে অভিযুক্ত ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রচলন রয়েছে।
এদিকে বাড়ি ভাঙার কারণ হিসেবে কর্তৃপক্ষ সেগুলোকে অবৈধ সম্পত্তি বা স্থাপনা হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা সরকারের এ পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আগেই।
বিরোধীদলীয় নেতাদের পাশাপাশি মানবাধিকার কর্মীরাও জানান, অনেক সময় বুলডোজার দিয়ে হিন্দু পরিবারগুলোর বাড়ি ভেঙে দেওয়া হলেও মুসলিমদের লক্ষ্য করেই এ নীতির বেশি প্রয়োগ করা হয়ে থাকে। আর বিশেষ করে ধর্মীয় সহিংসতা বা আন্দোলনের পর এ ঘটনা বেশি দেখা যায়।
বিজেপি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে এবং দলটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলাকে অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান হিসেবে উল্লেখ করেছেন।
আজ শুনানির সময় আদালতের পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারী কাজের স্থান নেই। যারা আইন হাতে তুলে নেবে, তাদের জবাবদিহি করতে হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel