স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ১ম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে। ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে ইংলিশ একাদশের সবার।
রোববার(০৬ সেপ্টেম্বর) এমন সিদ্ধান্ত জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিস ব্রডের নেতৃত্বাধীন আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেল এ সিদ্ধান্ত নেয়।
আইসিসি জানায়, ১ম ম্যাচে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১ ওভার কম করেছে ইংল্যান্ড। যেটি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা পরিপন্থী। সে হিসেবে স্লো ওভার রেটের অভিযোগ এনে ক্রিকেটারদেরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরো জানায়, মরগ্যান বাহিনী এরইমধ্যে তাদের শাস্তি মাথা পেতে নিয়েছে। সে হিসেবেই আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়ছেনা।
শুক্রবার সাউদাম্পটনে সিরিজের ১ম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ রানে হারায় ইংলিশরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।