শাহজালাল বিমানবন্দরে ধরা পড়লো আড়াই কেজি স্বর্ণ ও ১০টি স্মার্টফোন

শাহজালালঅর্থনীতি ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা মূল্যের ২.৫৬০ কেজি স্বর্ণ ও ১০ টি মোবাইল আটক করেছে ঢাকার প্রিভেন্টিভ টিম। আজ শুক্রবার কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে।

ডোমেস্টিক যাত্রী আগমনী হলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সাড়ে ১১টায় মাসকট থেকে সিলেট হয়ে ঢাকায় আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG222 এর মাধ্যমে সিলেট থেকে আগত যাত্রী আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলামকে চ্যালেঞ্জ করে স্বর্ণ ও মোবাইল পাওয়া যায়।

আটককৃত যাত্রীদের পুলিশে সোপর্দকরণসহ আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *