অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার খুব একটা বর্ণাঢ্য না সোহা আলী খানের। যতটুক ছিল তাও ধ্বংস হতে বসেছিল শাহরুখ খানের কারণে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্যটি করেছেন অভিনেত্রী।
বলিউডে নাম লেখানোর আগে ব্যাংকে কর্মরত ছিলেন সোহা। পেতেন মোটা বেতন। এমন সময় প্রস্তাব আসে ‘পহেলী’ ছবিতে অভিনয়ের। সোহা বলেন, “ব্যাংকে ভালো চাকরি ছিল এবং মোটা বেতন পেতাম। ১৭ হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হতো। পরিকল্পনা ছিল লন্ডনে চলে যাওয়ার। সেই সময়, অমোল পালেকর একটা ছবির প্রস্তাব আনেন। চিত্রনাট্য বেশ পছন্দ হয় আমার এবং পারিশ্রমিকও ভালো ছিল।”
এরপর বলেন, “অভিনয়ের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আমার ধারণা কম ছিল। যখন অমোলজি (পরিচালক) আমাকে সিনেমার জন্য চাকরি ছাড়তে বলেন, আমি রাজি হয়ে যাই। ভেবেছিলাম আমি নিশ্চিত ছবিটা করছি।”
ছবিটির সঙ্গে যুক্ত হন শাহরুখ। বদলে যায় পরিস্থিতি। সোহা যোগ করেন, “অমোলজি ফোন করে জানান যে শাহরুখ খান মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আমি খুশি হই। কিন্তু তার পরই উনি বলেন, ‘এর অর্থ তুমি আর এই ছবিটা করছ না। অন্য কাউকে নেওয়া হবে।’ আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ততদিনে চাকরি ছেড়ে দিয়েছি। তখন ভাবছি, যে কী ভাবে ভাড়া দেব!”
পরে বাংলা সিনেমা ‘ইতি শ্রীকান্ত’-এর মাধ্যমে অভিষেক হয় সোহার। ‘দিল মাঙ্গে মোর’ দিয়ে নাম লেখান বি-টাউনে। এতে তার বিপরীতে ছিলেন শাহিদ কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।