রাজধানীর শাহাজানপুর থানার ঝিলপার এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।
গুলিবিদ্ধ রবিন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সুরগঞ্জ এলাকার কামালের ছেলে। তিনি থাকেন শাহাজানপুর থানার বাগিচা এলাকায়। অন্যদিকে বিশাল পেশায় একজন লেগুনাচালক। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। ঢাকার শাহজাহানপুর থানার মাদারটেক বাজারের গলিতে ভাড়া থাকেন।
শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানিয়েছেন, “মাদক কারবারকে কেন্দ্র করে রবিন ও শান্তের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত পিস্তল বের করে রবিনের পেটের বাম পাশে গুলি চালায়, এবং পাশে থাকা বিশালের পেটের ডানপাশে গুলি লাগে। এরপর শান্ত ঘটনাস্থল ত্যাগ করে।”
এসআই আরও বলেন, “শান্ত ও রবিন দুজনেই মাদক ব্যবসায়ী। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনার মূল দোষীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।