বলিউডের ‘চকোলেট বয়’ থেকে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক, কথা হচ্ছে শাহিদ কাপুরের। যার অভিনয়, নাচ, স্টাইল, সবকিছুতেই মুগ্ধ দর্শক। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।
সোশ্যাল মিডিয়ায় শাহিদের প্রতিটি পোস্ট ঝড় তোলে অনুরাগীদের হৃদয়ে। ফলে, এই সুদর্শন তারকার গোপন ভক্তের সংখ্যা যে অগণিত, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে সেই ভক্তির জেরেই নাজেহাল হতে হয়েছিল শাহিদকে। মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য কাটালেও, অতীতে কারিনা কাপুরের সঙ্গে তার সম্পর্ক ছিল বি-টাউনের অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এসবের বাইরেও জীবনে এসেছিল আরও একটি অদ্ভুত অধ্যায়।
প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে, ভস্তভিকা পণ্ডিত। নাচের ক্লাসে আলাপ হয়েছিল তার সঙ্গে। প্রথম দেখাতেই শাহিদের প্রতি গভীর আকর্ষণ জন্মেছিল তারকাকন্যার। ধীরে ধীরে সেই আকর্ষণ রূপ নেয় আসক্তিতে। শুটিং সেটে হানা দেওয়া, কাজে বাধা সৃষ্টি করা, এমনকি শাহিদের গাড়ির বোনেটে বসে থাকতে দেখা যেত তাকে।
অভিনেতার ব্যক্তিগত জীবনে এর প্রভাব ক্রমেই বাড়তে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে, একসময় ভস্তভিকা সরাসরি দাবি করতে শুরু করেন, তিনি নাকি শাহিদ কাপুরের স্ত্রী!
শুধু তাই নয়, অভিনেতার বাড়ির পাশেই থাকতে শুরু করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে শেষমেশ আর নীরব থাকতে পারেননি শাহিদ। নিজের সুরক্ষার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি। যা নিয়ে বলিউডে সে সময় কম আলোচনার সৃষ্টি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।