বিনোদন ডেস্ক : রানি মুখার্জী নাকি ‘ডুমুরের ফুল’! বি টাউনে কান পাতলে সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যায়। বলিউডের যে কোনও অ্যাওয়ার্ড শো কিংবা পার্টিতেও দেখা যায় না রানিকে। যা নিয়ে প্রায়শয়ই বিভিন্ন প্রশ্ন তোলা হয় আদিত্য চোপড়ার ঘরণীকে। রানিকে নিয়ে যা-ই গুঞ্জন হোক না কেন, অবশেষে শাহিদ কাপুর ও মীরা রাজপুতের মেয়ে মিশার জন্মদিনের পার্টিতে হাজির হন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি মিশার জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন শাহিদ-মীরা। টিনসেল টাউনের একাধিক তারকা সেখানে হাজির হন। সেখানেই দেখা যায় রানি মুখোপাধ্যায়কে।
মিশার জন্মদিনে সাদা পোশাকে দেখা যায় রানিকে। সঙ্গে ছিল চশমা ও মানানসই হালকা মেকআপ। এতদিন পর অভিনেত্রীকে দেখে কার্যতই ক্যামেরাবন্দি করতে দেরি করেননি পাপারাৎজি।
প্রসঙ্গত, রানিকে শেষ দেখা যায় ‘হিচকি’-তে। আদিরার জন্মের পর এবার ‘মর্দানি ২’-তেও দেখা যাবে অভিনেত্রীকে। রানির পাশাপাশি ‘মর্দানি ২’-তে দেখা যাবে বিক্রম সিং চৌহান, শুধাংশু পাণ্ডে, রাজেশ শর্মাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।