বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান। তার প্রতি মানুষের কৌতূহলের শেষ নেই। যে কোনো পার্টি-অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ওঠেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন সুহানা। তার পরনে ছিল রূপালি রঙের শাড়ি। তাকে পার্টিতে ঢুকতে দেখেই শুরু হয় ক্যামেরার ঝলকানি। কিন্তু শাড়ি পরে ঠিকঠাক যেন হাঁটতেই পারছিলেন না শাহরুখকন্যা।
সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রল করতে শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, সুহানাকে একেবারে আন্টি লাগছে। আবার কেউ কটাক্ষ করে তাকে রোবট বলেও সম্ভোধন করেন।
তবে সুহানার অনুরাগীরা ঠিকই তার পাশে দাঁড়িয়েছেন। তাদের কেউ কেউ লিখেছেন, প্রথমবার ট্রাই করেছে, ওকে একটু সমর্থন করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।