আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলার পরিকল্পনা করছেন, কারণ তিনি মার্কিন মুদ্রাস্ফীতি কমানোর জন্য বেইজিংয়ের উপর আরোপিত কিছু শুল্ক তুলে নেয়ার কথা বিবেচনা করছেন।
বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি’র সাথে আলোচনার পরিকল্পনা করছি। আমরা এখনো সময় নির্ধারণ করিনি।’ সপ্তাহান্তে বাইডেন বলেন, ‘শিঘ্রই’ এই আলোচনা হতে পারে।
দুই নেতার মধ্যে শেষ আলোচনা হয়েছিল গত ১৮ মার্চ, তখন তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে সহায়তা করার বিরুদ্ধে শি জিনপিংকে সতর্ক করেছিলেন।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিলিয়ন ডলারের চীনা আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
চীনের অন্যায্য বাণিজ্য চেষ্টা এবং মার্কিন উৎপাদনকারীদের সুরক্ষা দিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র চীনের ওপর এই শুল্ক আরোপ করে।
এই ব্যবস্থাটি রাজনৈতিকভাবে জনপ্রিয় ছিল, তবে যুক্তরাষ্ট্র এতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়। বাইডেন প্রশাসন মুদ্রাস্ফীতির চাপ কমাতে কিছু শুল্ক তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।