জুমবাংলা ডেস্ক: বুধবার (২ ডিসেম্বর) থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু হচ্ছে। তবে কোন প্রার্থী যদি করোনা আক্রান্ত হয়ে ভাইভা দিতে না পারেন তাহলে পরবর্তীতে ভাইভা দেয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাদের মেডিকেল সনদসহ আবেদন করতে হবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে কোন প্রার্থী ভাইভা দিতে না পারলে মেডিকেল সনদসহ এনটিআরসিএকে লিখিতভাবে বা ইমেইলে জানাতে হবে। পরবর্তীতে করোনা নেগেটিভ রিপোর্টসহ তাদের আবেদন করতে হবে।
Advertisement
এক্ষেত্রে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার সহকারী পরিচালক ফিরোজ আহমেদের সাথে (ফোন: ০২-৫৫১৩৮৫০৮ মোবাইল: ০১৫২১৫৬০৬০৪) প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।