আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
আজ সোমবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতি: ৬ জন সাত দিনের রিমান্ডে
মো: শামসুর রহমান সুমন বলেন,’জুলাইয়ের ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিলো আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরিক্ষা। আমরা ঐদিন সকালে মিটিং করবো তো আবু সাঈদ ভাই বলতেছিলেন যে পরিক্ষা দিবো কিনা? কিছুই পড়িনি আন্দোলনের কারণে। বললাম ভাই পরিক্ষা দিয়ে আসেন, আমরা বিকালে মিটিং করবো। তো আগের দিনে ১১ তারিখ ছাত্রলীগের চর থাপ্পড় মার খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ পরিক্ষা দিতে যায় সাঈদ ভাই।
আজ ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আবু সাঈদ ভাই নাই। আমরা শুধু বীর সাঈদ ভাইকেই হারাইনি, হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।