দীর্ঘ আন্দোলনের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভাতা নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষকদের মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে, তবে সর্বনিম্ন ২০০০ টাকা ধার্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে কয়েকটি শর্তও রাখা হয়েছে:
ভবিষ্যতে জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে।
প্রজ্ঞাপন, আদেশ ও নীতিমালার শর্ত অনুযায়ী নিয়োগকৃত শিক্ষকরা নিয়ম মানবেন।
অতীত বা চলতি কোনো বকেয়া প্রাপ্য থাকবে না।
সকল আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।
ভাতা প্রদানে কোনো অনিয়ম ধরা দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে।
গত আগস্ট মাসে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে শিক্ষকরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার দাবি তুলেছিলেন। তবে ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষকদের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছিল।
তারা বাড়িভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষকরা। পরে বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানে অবস্থান নিয়েই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
একই সঙ্গে সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে। গত ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি করছেন তারা। এতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা (বোনাস) দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।