জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এতে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,মোঃ আব্দুল কুদ্দুস,ফজলে হোসেন বাদশা,মোঃ আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা দানের অগ্রগতি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন মহানগর, পৌরসভা, জেলা পর্যায়ের স্কুল ভবনসমুহের নির্মাণ কাজ ও প্রিকাস্ট পাইলিংয়ের উপর একতলা ভবন নির্মাণের পরিসংখ্যান এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির প্রথম রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
বৈঠকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির উপর শিক্ষাদানের বিষয়টি মনিটরিংসহ তথ্য প্রযুক্তির উপকরনসমুহ যথাযথভাবে ব্যবহারের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন মহানগর, পৌরসভা ও জেলা পর্যায়ের স্কুল ভবনসমুহের প্রিকাস্ট পাইলিংয়ের উপর একতলা ভবন নির্মাণের কাজ কঠোর নজরদারি করাসহ নতুন ঠিকাদার তালিকাভূক্তির সুপারিশ করে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।