বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Folding Phone এর বাজার দখলে চীনের অপো আনছে Oppo Folding Phone। শোনা যাচ্ছে, ২কে রেজুলেশন থাকবে এই ফোনে। ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। অপোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে।
বাজারে অপো ফাইন্ড এন ফোল্ডেবল ফোন নামে Folding Phone টি আসবে। টেক ব্লগারদের মতে, স্যামসাংয়ের ভাঁজ করা ফোনকে টক্কর দেবে এই ফোন।
অপো দাবি করছে, তাদের আপকামিং Folding Phone এ ফেক্সিয়ন হিঞ্জ দেওয়া হয়েছে। যা দুই দিক থেকে বন্ধ হলেও ডিসপ্লের ওপর কোনও দাগ দেখাবে না। যা অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে আলাদা করবে অপো ফাইন্ড এন মডেলটিকে।
এর দাম হবে ৭৬৯৯ চাইনিজ ইয়েন। যা বাংলাদিশ মুদ্রায় লাখ খানেকেরও বেশি। ইতিমধ্যে চীনে ফোনের প্রি বুকিং শুরু হয়েছে। ফোন বাজারে আসবে ২৩ ডিসেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।