নরসিংদী প্রতিনিধি: রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের ৩৫ শতাংশ জমির শিম গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। নরসিংদীর শিবপুরে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী কৃষকের। এতে প্রায় নিঃস্ব হবার উপক্রম কৃষকের।
বুধবার দিবাগত রাতে (১ ডিসেম্বর) এ ঘটনায় পথে বসেছেন আবুল কাশেম নামে এক দরিদ্র কৃষক। বৃহস্পতিবার সকালে শিম ক্ষেতে গিয়ে এ চিত্র দেখতে পান তিনি। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
কৃষক আবুল কাশেম উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কাশেম জানান, তিনি বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমি বন্দক নিয়ে সিমের চাষ করেছেন। গাছে শিম ধরতে শুরু করেছিল। ফুলে ফুলে ভরে গিয়েছিলো গোটা ক্ষেত। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার শিম ক্ষেতের সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে। আর মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্যায়ক্রমে দুই থেকে আড়াই লাখ টাকার সিম বিক্রি করতে পারতাম।
গত তিন মাস যাবৎ কঠোর পরিশ্রম আর প্রায় ৬০ হাজার টাকা ধার- দেনা করে বাগানটা সাজিয়েছি। ভেবেছিলাম এই শিম বিক্রি করে এবার কিছু টাকা পাবো। কিন্তু কে বা কারা আমার স্বপ্ন নষ্ট করে দিলো।
বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি সদস্য আমাকে অবগত করলে আমি শিম ক্ষেত পরিদর্শন করি। তার অনেক ক্ষতি হয়েছে। তবে কারা এর সাথে জড়িত সেটি জানা যায়নি। আমি সরকারিভাবে ক্ষতিগ্রস্থ কৃষকের আর্থিক সহায়তা কামনা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।