নরসিংদী প্রতিনিধি: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) নরসিংদী জেলা শাখার আয়োজনে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ জহিরুল হক ভূঞা মোহন।
নরসিংদী জেলা বেসওয়া সভাপতি সার্জেন্ট মোঃ ইব্রাহীম মিয়া (অবঃ) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার পিএইচডি (অবঃ), লেঃ কর্ণেল মোঃ আতিকুর রহমান ভূইয়া (অবঃ), শিবপুর মডেল থানার ওসি সালাহ্উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মতিউর রহমান (অবঃ), বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন খান আসাদ (অবঃ)।
উদ্বোধক ছিলেন সার্জেন্ট মোঃ আজিজুর রহমান (অবঃ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা বেসওয়া প্রচার সম্পাদক সৈনিক মোঃ ওমর ফারুক (অবঃ)। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, মোহাম্মদ আলমগীর মৃধা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।