নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুলালপুর ইউনিয়ন পরিষদ মাঠে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়। শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে এই সেবা প্রদান কর্মসূচীতে উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান।
“বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সেবা সংকট মোকাবেলায় জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে” প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়েছে।
প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) এবং তিন কেজি ডিএপি সার প্রদান করা হয়।
একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজীর, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।