সাইফুল ইসলাম,মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নদী বন্দর ও বাসটার্মিনাল এলাকাকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেছেন শিবালয় থানার ওসি মো: ফিরোজ কবির।
দেশের অন্যতম নদী বন্দর আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট ইকোনমিক জোন হিসেবে পরিচিতি লাভ করেছে সারাদেশে। এই দুটি ফেরিঘাট দিয়ে দেশের প্রায় ২৪ জেলার লোক যাতায়াত করেন। দেশের বড় ছোট সকল প্রকার পরিবহনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে এই দুই ফেরিঘাট দিয়ে। একশ্রেণীর নামধারী পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এই দুই ফেরিঘাট ও বাসটার্মিনাল থেকে অসৎ উদ্দেশে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অজুহাতে পরিবহন
চালকদের জিম্মি করে চাঁদা আদায় করতো। বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টিতে এলে এসব চাঁদাবাজদের বিরুদ্বে কঠোর অবস্থান নেন শিবালয় থানা পুলিশ। কঠোর নজরদারীর মাধ্যমে চাঁদাবাজ মুক্ত রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে থানা পুলিশ।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, ইতিমধ্যে বাস ট্রাক সিএনজি অটোরিক্সাসহ সকল পরিবহন মালিক ও চালকদের অবৈধভাবে কাউকে কোন প্রকার চাঁদা দিতে নিষেধ করা হয়েছে। আমি এই থানায় যোগদান করার পরে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিক মামলা করেছি। এরপর যদি কেউ কোন রকম অবৈধভাবে শিবালয়ের কোন জায়গা থেকে চাঁদা আদায় বা উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী চাঁদাবাজ দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিবালয় থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।