হানসি ফ্লিকের অধীনে মৌসুমে উড়ন্ত শুরু করেছিল বার্সেলোনা। লিগ টেবিলে রাজত্ব ছিল কাতালানদের। কিন্তু লেগানেস, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার। রিয়াল বেটিস, গেটাফের বিপক্ষে ড্র করে শিরোপা লড়াই থেকে একপ্রকার ছিটকে পড়েছিলেন দুর্দান্ত ছন্দে থাকা লেভানডভস্কি, রাফিনিয়া, ইয়ামালরা।
রোববার রাতে সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে ওই বার্সেলোনা আবার শিরোপার লড়াইয়ে ফিরেছে। লিগে ২৩ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৪৮। সমান ম্যাচ খেলে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪৯ ও রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট তুলেছে।
গত ম্যাচে রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ ১-১ গোলের সমতা করার সুবিধা ঘরে তুলেছে বার্সা। কোন দল এক ম্যাচে পা পড়কালেই আরও জমে উঠবে লা লিগার শিরোপার লড়াই।
সেভিয়ার মাঠে ম্যাচের ৭ মিনিটে লেভানডভস্কির গোলে প্রথম লিড নেয় বার্সেলোনা। এক মিনিট পরেই ভার্গাস ওই গোল শোধ করে দেন। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে বড় জয় তুলে নিয়েছে কাতালানরা।
এর মধ্যে ৪৬ মিনিটে দলকে লিড এনে দেন তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ। ৫৫ মিনিটে রাফিনিয়া ব্যবধান ৩-১ করেন। ৮৯ মিনিটে এরকি গার্সিয়া দলের বড় জয় নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।