স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে এলো বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর। চোখ ধাঁধানো সব খেলা দেখিয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (শুক্রবার) বিকাল সাড়ে ৫টায় মিরপুরে ম্যাচটি শুরু হবে।
এবারের আসরে সবচেয়ে সফল দল সাকিব আল হাসানের বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৭টিতে জিতেছে তারা। একটি পরিত্যক্ত হয়। প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় দলটি।
অন্যদিতে কুমিল্লা ১০ ম্যাচের ৬টিতে জিতেছে। হেরেছে ৩টি, আর পরিত্যক্ত একটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।
উল্লেখ্য, বিপিএলের আগের ৭ আসরের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। বরিশাল অবশ্য নিয়মিত নয়। তিন মৌসুম পর এবার বিপিএলে প্রত্যাবর্তন হয়েছে তাদের। এর আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।
শরীরেই ২ কেজির গয়না এবং সোনায় মোড়ানো বাইক-গাড়িতে ঘুরে বেড়ান এই ব্যক্তি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।