বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এর ফলে তারকায় মুখর হয়ে উঠেছে এফডিসি। তারকারা আসছেন, ভোট দিচ্ছেন। অন্য তারকাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আড্ডায় মেতে উঠছেন।
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসময় তিনি বলেন, একটি সিনেমাতে আমরা একসঙ্গে একত্রিত হতে পারি না এটা স্বাভাবিক। তবে নির্বাচনের জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এটা অনেক ভালো লাগছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে অপু বিশ্বাস একথা বলেন।
তিনি বলেন, আমি কোনো প্যানেলের কথা বলব না, এখানে যারা যারা আছেন আমরা সবাই একটা পরিবার। যেই আসুক না কেনো তারা তো আমাদের পরিবারের। নেতৃত্বের জন্য একজন নেত্রী বা একজন নেতা দরকার। কারো পিছনে লাগা বা কাদা ছোড়াছুড়ি করা এটা আমাদের কাম্য নয়। নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য অনেক শুভকামনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।