নিজস্ব প্রতিবেদক: চার দিনেও খোঁজ মেলেনি শিশু ইব্রাহিমের। পুলিশ ও পরিবারের সদস্যরা সব ধরনের চেষ্টা করেও তাকে খুঁজে পাচ্ছে না।
গত বৃহস্পতিবার বাবার সঙ্গে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের জামে মসজিদে গিয়েছিল আড়াই বছরের শিশু ইব্রাহিম। বাবার নামাজ আদায়ের সময় শিশুটি মসজিদ থেকে রাস্তায় চলে আসে। এ সময় বোরকা পরা এক নারী তাকে কোলে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
এ ঘটনায় বনানী থানায় মামলা করেছেন শিশুটির বাবা মো. রানা। তিনি সংক্রামক ব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। সাততলা বস্তিতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। ইব্রাহিম তার একমাত্র সন্তান।
গুলশান জোনের ডিসি মোঃ আসাদুজ্জামান জুমবাংলাকে জানান, ‘শিশুটিকে উদ্ধারে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্যানুযায়ী মহিলাটি শিশুটিকে নিয়ে প্রথমে মহাখালী বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে বাসে টাঙ্গাইল যায়। এরপর আর মহিলা ও শিশুটিকে ট্রেস করা যায়নি।’
তিনি আরও বলেন, যেসব জেলায় শিশুটিকে নিয়ে যেতে পারে সেসব জেলায় আমরা ইতোমধ্যে শিশু ও মহিলাটির ছবি পাঠিয়েছি। আশা করছি খুব শিগগিরই আমরা শিশুটিকে উদ্ধার ও মহিলাটিকে গ্রেফতার করতে পারবো।’
মহিলাটি কোনও সংঘবদ্ধ চক্রের সদস্য কী-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মসজিদের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে দৌড় দিয়েছেন। অন্য একটি সিসি ক্যামেরায় দেখা যায়, ইব্রাহিমকে নিয়ে একটি রিকশায় উঠছেন ওই নারী।
এলাকাবাসী জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে মসজিদের সামনে ভিক্ষা করছিলেন। ওইদিন শিশুটিকে নিয়ে যাওয়ার আগেও ওই নারীকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।
শিশুটিকে কেউ খুঁজে পেলে বনানী থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।