কুবিপ্রতিনিধি : “যাকে তাকে স্পর্শ নয়, স্পর্শ যেন ভাল হয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শিশুদের যৌন হয়রানি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থীরা।
শিশুদের সুরক্ষায় এবং শিশু নির্যাতন রুখে দিতে কুবি সংলগ্ন সালমানপুর এলাকায় (২৩-২৮ সেপ্টেম্বর) সচেতনতামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইউনাইটেড নেশনস এসডিজি একশন ক্যাম্পেইনের এর মূল লক্ষ্য কে সামনে নিয়ে শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ শিক্ষা দিচ্ছে কুবি শিক্ষার্থীরা।
শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ ক্যাম্পেইনের আওয়াতায় কুমিল্লার সালমানপুরের বাড়িতে বাড়িতে এবং স্কুলে (শালবন মাধ্যমিক বিদ্যালয় ও সালবন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) সরাসরি ক্যাম্পেইনটি পরিচালিত হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন পরিবারের অভিভাবক এবং শিশুদেরকে সরাসরি কোনটা গুড টাচ এবং ব্যাড টাচ সেটা বিভিন্ন ভিডিও, ছবি এবং শিশুদের অভিনয় করে দেখানো হয়েছে।
আখি অক্তার নামক একজন অভিভাবক বলেন, আমার মেয়ে ফাতেমাকে এসব বিষয়ে সব সময় সচেতন করি। কিন্তু কেউ যদি তাকে খারাপ স্পর্শ করে তাহলে তখন ঠিক কি করবে তা কখনো তাকে বলা হয়নি। আপনাদের মধ্যমে আমার মেয়ের পাশাপাশি আমিও জানলাম এমন পরিস্থিতিতে কি কি করবো।
এরকম কোন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে এবং অভিযোগ জানাতে ১০৯ এ কল করার বিষয়টি অবগত করেছে দলটি।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শালবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক বলেন, “আপনাদের এমন একটি উদ্যোগ খুবই প্রশংসনীয়। আপনারা যেভাবে গুড টাচ-ব্যাড টাচ বিষয়টি প্র্যাকটিক্যালি উপস্থাপন করে শিখিয়েছেন সেভাবে আমরা শিক্ষার্থীদের কখনো শেখাইনি। আমরা এখন থেকে নিয়মিত এই বিয়ষগুলো স্কুলে শিক্ষার্থীদের শেখাব।”
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অংশ হিসেবে ‘আপনার শিশুকে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ শিক্ষা দিন’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করে।
ক্যাম্পেইনের যাবতীয় বিষয় জানতে এবং ডোনেট করতে চোখ রাখুন Aaj Kotha Bolbo ফেইসবুক পেইজে।
কুবির শিক্ষার্থীদের আয়োজনে সিসিএনে গুজব বিষয়ক সচেতনতা সেমিনার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।