স্পোর্টস ডেস্ক : এবার শিসা কান্ডের জের ধরে পিটিশন দাখিল করেছেন পাকিস্তানের এক আইনজীবী। বিশ্বকাপ চলাকালে রাতভর শিসা পার্টিতে ব্যস্ত থাকার অভিযোগে পিটিশনটি দাখিল করা হয়েছে শোয়েব মালিকসহ চার ক্রিকেটার ও মালিকের স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জার বিরুদ্ধে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচের আগে খেলায় মনোযোগ ছিল না পাকিস্তানি ক্রিকেটারদের। ম্যাচে খেলোয়াড়দের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ যেন তাই বলছিল। ম্যাচে দৃষ্টিকটু পরাজয় বরণ করে নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আলোচনার ঝড় ওঠে। জানা যায়, ম্যাচের দিন দুয়েক আগে রাতভর শিসা বারে পার্টিতে সময় কাটিয়েছেন ইমাম উল হক, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মালিকের স্ত্রী সানিয়া মির্জা।
ঐ ঘটনায় পুরো দলকেই হজম করতে হয়েছে সমালোচনা। তবে এবার এক আইনজীবী তাদের শাস্তি চেয়ে আদালতে পিটিশন দাখিল করে বসেছেন। এতে নতুন করে আবারো আলোচনায় এসেছে দ্বাদশ বিশ্বকাপের অন্যতম বিতর্কিত বিষয়টি। সিন্ধু হাইকোর্টে পিটিশন দাখিল করা ঐ আইনজীবীর নাম আবদুল জলিল মারওয়াত। তিনি ক্রিকেটারদের পাশাপাশি তাদের ছাড় দেওয়ার ইঙ্গিত করে অভিযোগ এনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির বিরুদ্ধেও।
ঐ আইনজীবী আদালতের কাছে জানতে চেয়েছেন, স্পষ্টত নিয়ম লঙ্ঘনের পরও কেন চার ক্রিকেটার ও এক ক্রিকেটারের স্ত্রীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পিটিশন দাখিলের পর অবশ্য অভিযুক্ত কোনো তারকার বক্তব্যই প্রকাশ পায়নি এ নিয়ে। তবে পাকিস্তানের ক্রিকেট পাড়ায় এ নিয়ে বেশ আলোড়ন পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।