OnePlus Nord CE 3 Lite, Nord CE 3 ও Nord 3 স্মার্টফোন শীঘ্রই মার্কেটে রিলিজ পেতে যাচ্ছে। Nord CE Lite স্মার্টফোন রিলিজের ঘোষণা দেওয়া হবে এপ্রিলের ৪ তারিখে। OnePlus Nord 3 হ্যান্ডসেটটির জন্য আগ্রহী কাস্টোমারদের জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
OnePlus Ace 2V মোবাইলের রিব্র্যান্ডেড ভার্সন বলা হয় এ স্মার্টফোনটিকে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা এটি পরিচালিত হবে। Nord CE 3 হ্যান্ডসেট এ Snapdragon 782G প্রসেসর ব্যবহার করা হবে।
Nord CE 3 ও Nord 3 হ্যান্ডসেট এ বছরেই মার্কেটে আসতে যাচ্ছে। OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন জুমবাংলার পাঠকদের স্বার্থে এখানে আলোচনা করা হচ্ছে। ৬.৭ ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হবে OnePlus Nord CE 3 Lite 5G মোবাইলে।
পাঞ্চ হোল ডিজাইনের অস্তিত্ত্ব দেখা যাবে এ স্মার্টফোনে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার ব্যবহার করা হয়েছে এ স্মার্টফোনে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে ওয়ান প্লাসের আপকামিং হ্যান্ডসেটে।
সেলফি তোলার জন্য এখানে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ইন্সটল করা হয়েছে নতুন মোবাইলে। পাশাপাশি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইন্সটল করা থাকবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট এর মত শক্তিশালী চিপসেট ব্যবহার করা হবে ওয়ান প্লাসের Nord CE 3 Lite 5G স্মার্টফোনে। বিশাল ৫০০০ মেগাহার্জ এর ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
পাশাপাশি ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার তো আপনি পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা এই হ্যান্ডসেটটি পরিচালিত হবে। পাশাপাশি অক্সিজেন ওএস এর মত জনপ্রিয় ইউজার ইন্টারফেস ব্যবহার করার সুযোগ পাবেন এ হ্যান্ডসেটে। ৮ জিবি এবং ১২ জিবি র্যাম এর মত দুটি ভ্যারিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।