খুব শীঘ্রই অ্যাপল আইফোন ১৪ সিরিজ এর হ্যান্ডসেট বাজারে ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছে। স্মার্টফোন ক্রেতারা নতুন আইফোন এ কী কী ফিচার থাকবে এটা নিয়ে বেশ উচ্ছ্বসিত। এই আর্টিকেলে আজ এসব ফিচার নিয়ে আলোচনা করা হবে।
বেশকিছু ফিচার কনফার্ম করা হয়েছে যা আইফোন ১৪ সিরিজে আসতে যাচ্ছে। আইফোন ১৪ এর স্ট্যান্ডার্ড ভার্সন এ ৬.১ ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করে। তবে প্রো মডেলে ডিসপ্লের সাইজ আরও বড় হবে। এখানে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে।
প্রো মডেলে প্রথাগত ডিজাইন বাদ দিয়ে নতুন ডিজাইন সন্নিবেশ করা হয়েছে। এ মডেলের ডিসপ্লেতে Punch Hole স্টাইল দেখতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড ভার্সনে চিরচেনা নচ স্টাইল সন্নিবেশত থাকবে। আপনি যদি নতুন ডিজাইন উপভোগ করতে চান তাহলে প্রো মডেল নিতে হবে।
আপনি ছোট সাইজের হ্যান্ডসেট পছন্দ করলে আইফোন ১৩ মিনি, ১২ মিনি বা আইফোন ৩ এসই মডেল দেখতে পারেন। রিলিজ হতে যাওয়া ১৪ এর স্ট্যান্ডার্ড ভার্সনের ডিসপ্লেতে সাইজ বেশ ছোট থাকবে। আপনার জন্য পারফেক্ট হতে পারে।
আইফোন ১৪ তে কী প্রসেসর ব্যবহার করা হবে এ নিয়ে তথ্য পাওয়া যায়। আইফোন ১৩ তে A15 চিপসেট ব্যবহার করা হয়েছিলো। ধারণা করা হচ্ছে ১৪তেও একই প্রসেসর ব্যবহার করা হবে। তবে স্ট্যান্ডার্ড ভার্সনে ৬ জিবি র্যাম ব্যবহার করা হবে। এর আগে আইফোন ১৩তে ৬ জিবি র্যাম এর অপশন ছিলো না। ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছিলো৷ কাজেই র্যামের ক্ষেত্রে অ্যাপল তাদের ডিভাইসকে আপগ্রেড করতে যাচ্ছে।
তবে A16 নামক শক্তিশালী প্রসেসরটি আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্স ভার্সনে ব্যবহার করা হবে। আপনি প্রসেসরের ক্ষেত্রে আপগ্রেড চাইলে প্রো ভার্সন ব্যবহার করতে হবে। আইফোন ১৪ প্রো তে ক্যামেরা সেকশনে উন্নতি করা হবে। ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যবহার করা হবে। তাছাড়া নতুন ফাংশন যুক্ত করা হবে।
আইফোন ১৪ এর স্ট্যান্ডার্ড ভার্সনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফিচার থাকবে না। এখানে ১২ মেগাপিক্সেল ক্যামেরার অপশন থাকবে। তবে সেলফি ক্যামেরাতে বেশ উন্নতি করা হচ্ছে এবার। অটো ফোকাস ফিচার থাকবে। আর ছবির কোয়ালিটি আগের থেকে বেটার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।