চায়নার জনপ্রিয় স্মার্টফোন মেনুফ্যাকচারার কোম্পানি শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। নতুন xiaomi 13 স্মার্টফোনের রেগুলার মডেল এবং প্রো মডেল সবার সামনে উন্মোচন করা হবে। সম্প্রতি নতুন স্মার্টফোনের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় যে, মোবাইলটি দেখতে বেশি ফ্ল্যাট এবং এখানে স্কয়ার আকৃতির এজ রয়েছে। নতুন স্মার্টফোনের সাইজ দেখতে কিছুটা আইফোনের মত মনে হয়েছে। সম্ভবত এই স্মার্টফোনটিকে শাওমির নতুন iphone হ্যান্ডসেট বলা যেতে পারে।
নতুন হ্যান্ডসেটের পেছনের অংশের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। পেছনের ক্যামেরা মডিউল দেখতে আইফোনের ক্যামেরা মডিউলের মতো মনে হয়। xiaomi 13 স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা লেন্স থাকবে।
নতুন মোবাইলটির সামনের দিকে সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে এবং আপনি বেজেল দেখতে পারবেন। ক্যামরাটি সামনের অংশের মাঝখানের দিকে স্থাপন করা হবে। পাওয়ার এবং ভলিউম বাটন স্মার্টফোনের ডানদিকে বসানো হয়েছে।
স্মার্টফোনের নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিকার গ্রিল তো থাকবেই। iphone 14 হ্যান্ডসেট থেকে এ ডিভাইসের সাইজ সামান্য বড় হবে।
ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শাওমি 13 pro স্মার্টফোনটি ভারত ও বাংলাদেশে রিলিজ পাবে। এ নতুন হ্যান্ডসেট এর সম্ভাব্য দাম হতে পারে ৫০ হাজার রুপি ও ৭০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।