নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে দিনদুপুরে মাটিকেটে বিক্রি করার সময়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের খবর পয়ে পালিয়ে যায় নদীখেকোরা। এ সময় জব্দ করা হয়েছে দুটি এক্সকাভেটর ও তিনটি ড্রামট্রাক। স্থানীয় পলাশ এবং ইলিয়াস নামে দুই নদী খেকো নদীর তীরের মাটিকেটে বিক্রি করছে বল জানিয়েছে প্রশাসন।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের শীতলক্ষ্যা নদী তীরে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের শীতলক্ষ্যা নদীর তীরের মাটি কেটে বিক্রি মাটিখেকোরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে নদীখেকোরা দৌড়ে পালিয়ে যায়। নদী তীরের মাটি কাটার সঙ্গে জনৈক পলাশ ও ইলিয়াস নামে দুজন জরিত থাকার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর ও তিনটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।