লাইফস্টাইল ডেস্ক: বাংলাদেশের আবহাওয়ায় অবশেষে এসেই পড়ল শীত। ঋতু পরিবর্তনের এ সময়টাতে ঠান্ডা আবহাওয়ায় মানুষের জনজীবন অনেকটাই থমকে যায়। তবে পিঠার উৎসব যেন ফিরিয়ে আনে হারানো সেই আমেজ।
শীতে বাঙালির সংস্কৃতির একটি অংশ নানা রকমের পিঠা তৈরি করা। বিভিন্ন ধরনের পিঠার মধ্যে একটি উল্লেখযোগ্য পিঠার নাম হলো চিতই পিঠা। অনেকে এই পিঠাকে সাদা পিঠাও বলে থাকে। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরও বেড়ে যায়।
তৈরি করা চিতই পিঠা দুধে ভিজানো হলে এর স্বাদ আরও বেড়ে যায়। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে। তাই আজকের আয়োজনে থাকছে সুস্বাদু এই পিঠা তৈরির সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ: চিতই পিঠা তৈরির জন্য প্রথমে চালের গুঁড়ার গোলা তৈরি করতে হবে। এর জন্য আপনার প্রয়োজন হবে আতপ চাল ২ কাপ, হালকা গরম পানি পরিমাণমতো, লবণ ১/২ চা চামচ।
দুধ ভেজানোর জন্য যা লাগবে: তরল দুধ ২ লিটার, খেজুর গুড় ২ কাপ, নারিকেল কোরানো ১ কাপ, এলাচ ও দারুচিনি ৪/৫ টুকরো, লভণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন: আগের দিন চাল সারারাত ভিজিয়ে সকালে শিলপাটায় তা বেটে নিন। এরপর হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। গোলা খোলায় দেয়ার আগে তা চুলায় গরম করে হালকা তেল ব্রাশ করে নিন। এরপর গরম খোলায় গোলা দিয়ে ঢাকনায় ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।
সব চিতই বানানো হয়ে গেলে অন্য একটি হাঁড়িতে অল্প আঁচে দুধ চুলায় বসান। তাতে দিন এলাচ ও দারুচিনি। তরল দুধ গরম হয়ে উঠলে পাত্র চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। এরপর অল্প পানিতে গুঁড় গরম করে নিয়ে আলতোভাবে সে গুঁড়ের তরল দুধে মিশিয়ে নিন।
এরপর মৃদু আঁচে তরল দুধ আবার চুলায় গরম করে নিন। এবার চুলা থেকে তরল দুধ নামিয়ে তাতে পিঠাগুলো দিয়ে তার ওপর নারিকেল কোরানো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরানো ছড়িয়ে গরম গরম উপভোগ করুন দুধ চিতইয়ের মজাদার স্বাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।