স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের সুবাদে ভারতকে টপকে র্যাংকিংয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া।
এই নিয়ে পঞ্চমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। সর্বপ্রথম ২০০৩ সালের জুন থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষে ছিল অসিরা। আর সর্বশেষ ২০২০ সালের মে থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত শীর্ষ স্থান দখলে রেখেছিল অস্ট্রেলিয়া।
১১৯ রেটিং নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে শীর্ষস্থান হারায় ভারত। ১১৬ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেছে ভারত। দ্বিতীয়স্থানেই আছে নিউজিল্যান্ড। বছরের শুরুতে ঘরের মাঠে বাংলাদেশের সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো নিউজিল্যান্ড। কিউইদের রেটিং ১১৭।
অ্যাশেজ হারায় রেটিং কমলেও, চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের রেটিং ১০১। ভারতের বিপক্ষে সিরিজ জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দক্ষিন আফ্রিকা। তাদের রেটিং ৯৯।
দক্ষিণ আফ্রিকার উন্নতিতে ষষ্ঠস্থানে নেমে গেছে পাকিস্তান। তাদের রেটিং ৯৩।
পরের চারটি স্থানে আছে যথাক্রমে- শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে। ৫৩ রেটিং নিয়ে নবম স্থানে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।