শুক্রপৃষ্ঠের তাপমাত্রায় মানুষ গললেও গলবে না যে ব্যাটারি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর অন্যতম নিকটতম গ্রহ শুক্র। মানুষ দীর্ঘ সময় ধরে এ গ্রহটির বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রার কারণে গ্রহটিতে মহাকাশযান পাঠানোই দুষ্কর। শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা ৪৫৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যেকোনো ধরনের মহাকাশযানের ব্যাটারির টিকে থাকা প্রায় অসম্ভব। তবে সম্প্রতি এমন এক ধরনের ব্যাটারির ঘোষণা দিয়েছে নাসা যা উল্লিখিত তাপামাত্রাও টিকে যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নাসা এবং মার্কিন ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড থার্মাল ব্যাটারিস ইনকরপোরেশন (এটিবি) সম্প্রতি তাপসহ এই ব্যাটারি বানানোর প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে।
মানুষ এরই মধ্যে প্রচণ্ড উত্তপ্ত শুক্র গ্রহের বুকে মহাকাশযান পাঠিয়েছে। তবে রাশিয়ার পাঠানো সেই মহাকাশ যানটি টিকে ছিল মাত্র দুই ঘণ্টা।
তবে নতুন ব্যাটারিগুলো আমাদের ভবিষ্যত মহাকাশযানগুলোকে শুক্র গ্রহে না গলে টিকে থাকতে সাহায্য করবে। এই ব্যাটারিগুলো বিশেষভাবে ডিজাইন করা এবং এতে বিশেষ ধরণের রসায়নিক এবং কাঠামোগত উপকরণ ব্যবহার করা হয়েছে। ব্যাটারিগুলোর আয়ু হবে ১২০ দিন।
এটিবি-এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার ড. কেভিন ওয়াপাসনিক নাসার বিবৃতিতে বলেছেন, ‘এই ব্যাটরিটি সাম্প্রতিক প্রযুক্তি, উন্নত নকশা এবং লো সেলফ-ডিসচার্জ ইলেক্ট্রোকেমিস্ট্রির এক অনন্য নিদর্শন। এটি এক বিশাল কৃতিত্ব যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিলেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।